দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ থিয়েটারের মঞ্চ থেকে শুরু করে টেলিভিশনের স্ক্রিন বা বড় পর্দা- বছরের পর বছর দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। কে জানতো, পরিচালনাতেও তাঁর ঠাসা প্রতিভা? প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’ বাণিজ্যিক ভাবেও বেশ সফল। ইতিমধ্যেই এই ছবি ঘরে তুলে ফেলেছে, ১ কোটি ৭৩ লাখ টাকা। প্রথম ছবির সফলতার স্বাদ পেয়েই দ্বিতীয় ছবিতে হাত দিলেন মানসী।
জানা গিয়েছে, প্রযোজক শুভঙ্কর মিত্রর ভরসাতেই ফের ক্যামরেরার পিছনে থেকে নতুন গল্প বুনতে চলেছেন পরিচালক মানসী সিনহা। মানসী জানিয়েছেন এই ছবির গল্পের মূলেও থাকবে সম্পর্কের টানাপোড়েন। শোনা যাচ্ছে, এই ছবিতেও নাকি দেখা যাবে শাশ্বত ও অপরাজিতাকে।