Entertainment

1 year ago

Javed Khan Amrohi Passes Away : প্রয়াত জনপ্রিয় অভিনেতা জাভেদ খান আমরোহি

Javed Khan
Javed Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বলিউডে শোকের ছায়া! চলে গেলেন জনপ্রিয় অভিনেতা জাভেদ খান আমরোহি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার ফুসফুস বিকল হয়ে মৃত্যু হয় অভিনেতার।  

দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। গত এক বছর ধরেই অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন তিনি। গত কয়েকদিনে অবস্থার  অবনতি হওয়ায় তাকে মুম্বইয়ের সান্তাক্রুজের সূর্য নার্সিংহোমে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর দু'টি ফুসফুসই বিকল হয়ে যাওয়ায় শেষ রক্ষা হল না। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অনন্ত লোকে পাড়ি দিলেন তিনি।

জাভেদ খান আমরোহি তার অভিনয়ের কেরিয়ার শুরু হয় থিয়েটারের মঞ্চ থেকে। তিনি নিজের দীর্ঘ ফিল্ম কেরিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।  রাম ভরোসে, আলিবাবা মর্জিনা, দুসরা আদমি, প্রেম বন্ধন, সত্যম শিবম সুন্দরম, ঝুটা কহি কা, আগমন, নুরি, পাথর সে টক্কর, নাখুদা, নরম গরম, আপনা বনা লো, প্রেম রোগ, কালকা, তালাবন্দি, সুন সজনা, পসন্দ আপনি আপনি, রং বেরঙ্গির মতো ছবিতে দেখা গিয়েছে তাকে । সারা জীবনে প্রায় ১৫০টি ছবিতে কাজ করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। 

বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি ছোটপর্দাতেও দাপিয়ে অভিনয় করেছেন তিনি। ইয়ে জো হ্যায় জিন্দেগি, নুক্কর, ঘর জামাই, মির্জা গালিব, কুছ ভি হো সকতা হ্যায়, শক্তিমান, পাউডার, কিরদার, বিষ্ণু পুরানের মতো  নানা ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন জাভেদ খান আমরোহি।



You might also like!