Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Entertainment

10 months ago

Iman Chakraborty: বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমনের পুরষ্কারের ঝুলিতে এবার অস্কার, খুশি সকলেই

Iman Chakraborty
Iman Chakraborty

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জাতীয় পুরস্কার আগেই জিতেছেন। এবার অস্কারের পালা। বিশ্বমঞ্চে এবার ইমনের গানের আসর।  সারা বিশ্বের সেরা ৮৯ গানের মধ্যে ঠাঁই পেল বাঙালি সঙ্গীতশিল্পীর বাংলা গান। 

আসছে বছর অর্থাৎ ২০২৫-র মার্চ মাসে আয়োজিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এখন চলছে বাছাই পর্ব। তার জন্য গোটা দুনিয়ার ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যেই ইমনের গাওয়া‘ইতি মা’গানটি বেছে নেওয়া হয়েছে। যা তিনি ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’সিনেমার জন্য গেয়েছিলেন। গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়।

‘সারেগামাপা’-র সেটে যাওয়ার পথেই খবরটি পেয়েছিলেন ইমন। রিয়ালিটি শোয়ের শুটিংয়ের ফাঁসে সেকথা জানিয়ে বললেন, “আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আমার বাবা-মায়ের আশীর্বাদ, আমার স্বামীর ভালোবাসা এবং তার সঙ্গে সঙ্গে জগন্নাথের আশীর্বাদ। আমার শ্রোতা বন্ধুদের এত ভালোবাসায় আজকে এই খবরটা আমি পেয়েছি। ভীষণ খুশি। সারা বিশ্বের সেরা গানের মধ্যে যে আমার গানটা রয়েছে আমি এটা পুরোটা ডেডিকেট করতে চাই আমার বাংলার শ্রোতা বন্ধুদের। যাঁরা আমাকে আমি বানিয়েছেন, আমি তাঁদের এটা উৎসর্গ করতে চাই।”

তাঁর অনবদ্য গানের কণ্ঠ, সুরেলা স্বর -এর জন্য সঙ্গীতের জগৎ তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। আধুনিক বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত থেকে লোকগান সব ধরনের সুরে সিদ্ধহস্ত শিল্পী।২০১৭ সালে পেয়েছেন জাতীয় পুরস্কার। এবার অস্কারে ভূষিত হবেন গায়িকা ইমন চক্রবর্তী। তিনি জানান, ‘সারেগামাপা’-র সেটে যাওয়ার পথে গাড়িতেই ঘুমোচ্ছিলেন তিনি। সেই সময় ফোন আসে। জানতে পারেন অস্কার বাছাইয়ের খবর। এই খবরে সঙ্গিত জগৎ থেকে অনুরাগী মহল সকলেই খুশির জোয়ারে ভেসেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। 

You might also like!