Country

2 hours ago

Manoj Tiwari: বন্দে মাতরমকে কংগ্রেসই দ্বিখণ্ডিত করেছিল, মনোজ তিওয়ারি

Manoj Tiwari
Manoj Tiwari

 

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : কংগ্রেসের সমালোচনায় সরব হলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তাঁর কথায়, বন্দে মাতরমকে এই কংগ্রেসই দ্বিখণ্ডিত করেছিল। তিনি আরও বলেন, "দেশের জন্য নয়, কংগ্রেস এখন দেশের বিরুদ্ধে লড়ছে।"

মঙ্গলবার লোকসভায় বন্দে মাতরম নিয়ে হয় বিশেষ আলোচনা। প্রধানমন্ত্রী যখন বন্দে মাতরম নিয়ে আলোচনা করছিলেন তখন নিম্নকক্ষে অনুপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।।এ প্রসঙ্গে মঙ্গলবার মনোজ তিওয়ারি বলেন, "এখন তাঁরা দেশের জন্য লড়ছে না, এখন কংগ্রেস দেশের বিরুদ্ধে লড়ছে। বন্দে মাতরমকে এই কংগ্রেসই দ্বিখণ্ডিত করেছি। প্রিয়াঙ্কা গান্ধী বন্দে মাতরমের বিরোধিতা করছেন; তিনি বন্দে মাতরমের আলোচনার বিরোধিতা করছেন। প্রধানমন্ত্রী যখন বন্দে মাতরমের আলোচনা শুরু করেছিলেন, তখন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সংসদে উপস্থিত ছিলেন না।"

You might also like!