মুম্বই : মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রথম সন্তান আসার সংবাদে খুশি রণবীর-দীপিকা।কিছুদিনের মধ্যেই দীপিকার নিজস্ব স্ক্রিন কেয়ার ব্র্যান্ড লঞ্চ হওয়ার কথা ছিল। তার আগেই ইন্সটাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে প্রকাশ পেলো তার সন্তানসম্ভবা অবস্থার চিত্র। সোশ্যাল মিডিয়ার ভাষায় যাকে বলে 'মম টু বি' লুক।
একটি ছোট ক্লিপও সোশ্যাল সাইটে আপলোড করেছেন দীপিকা পাড়ুকোন। যেখানে তাকে দেখা যায় নিজের স্ক্রিন কেয়ার ব্রান্ডের পণ্যের প্রচার করতে। ভিডিওটিতে দীপিকা রসিকতা করে বলছে, "আমার বিক্রয়কর্মী হওয়া উচিত।" অভিনেত্রীর পোস্টে সুন্দর থাকো নিজের যত্ন নাও লিখে মন্তব্য করেছেন অভিনেত্রী বিপাশা বসু।
উল্লেখ্য, অভিনেত্রী একটি সুন্দর হলুদ গাউন পরে পা রাখেন মুম্বইয়ের মাটিতে। দীপিকার এই লুক সাড়া ফেলেছে ফ্যানেদের মধ্যে।