Country

3 days ago

Mahua Moitra:যোদ্ধারা ফিরলেন, মহিলা সাংসদদের সঙ্গে ছবি দিয়ে এক্স-বার্তা মহুয়ার

Mahua Moitra
Mahua Moitra

 

নয়াদিল্লি, ২৪ জুন : সোমবার থেকে শুরু হয়েছে সংসদের অধিবেশন। প্রায় এক দশক পরে আবার ফিরেছে জোট সরকার। এদিকে বিরোধী জোটের মিলিত শক্তির অন্যতম স্তম্ভ একাধিক মহিলা সাংসদ।

এবার সেই মহিলা সাংসদদের সঙ্গে একত্র হয়ে ছবি দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। সোমবার এক্স হ্যান্ডলে ছবি শেয়ার করেছেন মহুয়া। তাতে দেখা যাচ্ছে, মহুয়ার সঙ্গে রয়েছেন এনসিপি (শরদ পওয়ার) দলের সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, কংগ্রেস সাংসদ তামিলনাড়ুর কারুর আসন থেকে নির্বাচিত জ্যোতিমণি, ডিএমকে নেত্রী ও দক্ষিণ চেন্নাইয়ের সাংসদ থামিগাচি থঙ্গপান্ডিয়ান ওরফে সুমতি ও ডিএমকে নেত্রী কানিমোঝি। এক্স হ্যান্ডলে পাশাপাশি ২০২৪ ও ২০১৯ সালের দুটি ছবি দিয়ে মহুয়া ক্যাপশনে লিখেছেন, 'দ্য ওয়ারিয়র্স আর ব্যাক' (যোদ্ধারা আবার ফিরলেন)।


You might also like!