খুন্তি, ১৩ মে: গণতন্ত্রের বৃহত্তম উৎসবে সামিল হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ঝাড়খণ্ডের খুন্তি সংসদীয় আসনের বিজেপি প্রার্থী অর্জুন মুন্ডা। সোমবার সকালে খুন্তির একটি পোলিং বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন অর্জুন মুন্ডা। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন কংগ্রেসের কালি চরণ মুন্ডা।
এদিন ভোট দেওয়ার পর অর্জুন মুন্ডা বলেছেন, "গণতন্ত্রের বৃহত্তম উৎসব চলছে। আমি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছি। এই নির্বাচন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেশের জনগণ বিজেপিকে ভোট দেবেন, এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী।"