কোচি, ২৭ মার্চ : প্রবীণ অভিনেতা ও লোকসভার প্রাক্তন সাংসদ ইনোসেন্ট প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ পাঁচ দশক ধরে মালায়লাম চলচ্চিত্র জগতে নানা ভূমিকায় তিনি নজরে কাড়েন। এ মাসের শুরুর দিকে শারীরিক অসুস্থতা-জনিত কারণে তাঁকে হাসপাতালে ‘একমো’ সাপোর্টে রাখা হয়। ৭০০-এরও বেশী সিনেমায় তিনি অভিনয় করেছেন। রবিবার রাত ১০.৫০ মিনিট নাগাদ জীবনাবসান হয়েছে তাঁর।
বুকে শ্বাসকষ্ট নিয়ে মার্চের ৩ তারিখ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রতঙ্গ কাজ না করার ফলে এবং হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে। বেশ কিছু বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে চিকিৎসার পর রোগ থেকে মুক্তিও পান। দীর্ঘ ৫ দশকে ৭০০-র বেশি মালয়ালাম ছবিতে অভিনয় করেছেন তিনি। কৌতুক অভিনেতা হিসেবে তাঁর পরিচিতি হলেও বেশ কিছু ছবিতে খলনায়ক রুপেও দেখা গিয়েছে তাঁকে। অভিনেতার পাশাপাশি চালাকুড়ি লোকসভার সাংসদ ছিলেন তিনি। লেফ্ট ডেমোক্রাটিক পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে চালাকুড়ি লোকসভা কেন্দ্রে জয় লাভ করেছিলেন তিনি। সিনেমায় ১৯৭২ সালে প্রবেশ হয় তার। নৃত্যশালা ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় জগতে ক্যারিয়ার শুরু করেন ইনোসেন্ট।