West Bengal

2 months ago

Mamata Banerjee to inaugurate Puri-style Jagannath temple in Bengal:প্রাণপ্রতিষ্ঠার আগে মহাযজ্ঞ, বুধে উদ্বোধন দীঘার জগন্নাথ মন্দিরের

Mamata Banerjee to inaugurate Puri-style Jagannath temple in Bengal
Mamata Banerjee to inaugurate Puri-style Jagannath temple in Bengal

 

দীঘা, ২৯ এপ্রিল : পূর্ব মেদিনীপুরের সমুদ্র নগরী দীঘায় বুধবার জগন্নাথ দেবের প্রাণপ্রতিষ্ঠা এবং মন্দিরের দ্বারোদ্ঘাটন। তার আগে মঙ্গলবার যথোচিত ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে হল মহাযজ্ঞ। মঙ্গলবার সকালেই শুরু হয় মহাযজ্ঞ। বুধবার জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা এবং মন্দিরের দ্বারোদ্ঘাটন। আবার বুধবারও সকাল থেকে শুরু হবে পৃথক যজ্ঞ।

মন্দির চত্বরে যেমন সাধুরা যজ্ঞ করবেন, তেমনই মূল মন্দিরের ভিতরে যে জগমোহন মন্দির নির্মিত হয়েছে, সেখানে যজ্ঞ করবেন ইসকনেরা সেবায়েতরা। সব যজ্ঞেই ব্যবহার করা হচ্ছে আম এবং বেলকাঠ। সমস্ত কিছু নিজের খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই দীঘায় পৌঁছে গিয়েছেন মমতা।

You might also like!