লখনউ, ২ মে : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন প্রখ্যাত ক্রিকেটার এবং ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব। শুক্রবার লখনউতে সরকারি বাসভবনে যোগী আদিত্যনাথের সৌজন্য সাক্ষাৎ করেছেন কপিল দেব। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কপিল দেব বলেছেন, "উত্তর প্রদেশে পরিবর্তন দেখতে পারাটা দারুন। এখন রাজ্যে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। যদি আইন-শৃঙ্খলা ভালো থাকে, তাহলে সেই রাজ্যই সেরা হয়। গত দশ বছরের দিকে তাকালে আপনি পরিবর্তনটি লক্ষ্য করবেন।" মহাকুম্ভের আয়োজন প্রসঙ্গে কপিল বলেন, "এই ধরণের অনুষ্ঠান বিশ্বে অতুলনীয়। একটি ছোট শহরে ৬০ কোটি মানুষকে একত্রিত করা এবং চমৎকার সুযোগ-সুবিধা-সহ এত বিশাল অনুষ্ঠান আয়োজন করা অসাধারণ।"