kolkata

3 days ago

Sujan Chakraborty criticized Mamata Banerjee: মন্দিরের ছবি আর প্রসাদ বিলির ঘোষণায় মমতাকে তোপ সুজনের

Sujan Chakraborty
Sujan Chakraborty

 

কলকাতা, ১ মে : বিজেপির একই পথে মন্দিরের ছবি আর প্রসাদ বিলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “রামমন্দিরের ছবি আর অক্ষয়-চাল বিলির ঘোষণা ছিল বিজেপির। একই পথে এখন দেশ-রাজ্য জুড়ে জগন্নাথ মন্দিরের ছবি আর প্রসাদ বিলির ঘোষণা মমতা ব্যানার্জির। তৃণমূল আবার সরকারি খরচে প্রশাসনকে দিয়েই বিলি করবে। মাননীয়ার ছবি নিশ্চয়ই থাকবে!! রীতি-নীতি সংবিধানের বারোটা বাজানো একেই বলে বটে।।”


You might also like!