কলকাতা, ১ মে : বিজেপির একই পথে মন্দিরের ছবি আর প্রসাদ বিলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “রামমন্দিরের ছবি আর অক্ষয়-চাল বিলির ঘোষণা ছিল বিজেপির। একই পথে এখন দেশ-রাজ্য জুড়ে জগন্নাথ মন্দিরের ছবি আর প্রসাদ বিলির ঘোষণা মমতা ব্যানার্জির। তৃণমূল আবার সরকারি খরচে প্রশাসনকে দিয়েই বিলি করবে। মাননীয়ার ছবি নিশ্চয়ই থাকবে!! রীতি-নীতি সংবিধানের বারোটা বাজানো একেই বলে বটে।।”
রামমন্দিরের ছবি আর
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) April 30, 2025
অক্ষয়-চাল বিলির
ঘোষণা ছিল বিজেপির।।
একই পথে
এখন দেশ-রাজ্য জুড়ে
জগন্নাথ মন্দিরের ছবি
আর প্রসাদ বিলির ঘোষণা
মমতা ব্যানার্জির।।
তৃণমূল আবার
সরকারি খরচে
প্রশাসনকে দিয়েই বিলি করবে।
মাননীয়ার ছবি নিশ্চয়ই থাকবে!!
রীতি-নীতি সংবিধানের
বারোটা বাজানো
একেই বলে বটে।। pic.twitter.com/tT8YspMCNs