ইটানগর, ৩০ সেপ্টেম্বর : দুদিনের সফরসূচি নিয়ে অরুণাচল প্রদেশে পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থ এবং ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন। অরুণাচল প্রদেশের মূল অবকাঠামো এবং সংযোগ সংক্ৰান্ত প্রকল্পগুলি পর্যালোচনা ও প্রচারের লক্ষ্যে দুদিনের সফরে আজ সোমবার বিকালের দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইটানগরের ডনি পোলো বিমানবন্দরে অবতরণ করেছেন। বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে উষ্ণ স্বাগত জানান উপমুখ্যমন্ত্রী চৌনা মেইন এবং স্বাস্থ্যমন্ত্রী বিউরাম ওয়াহগে।
আজ রাতে শক্তি এবং সংযোগের অগ্রগতি সহ রাজ্যে বিভিন্ন উচ্চাভিলাষী উদ্যোগের সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে সরকারি আধিকারিক এবং অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন নির্মলা সীতারমন।
আগামীকাল (১ অক্টোবর) ডিকে কনভেনশন হল-এ ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে যোগ দেবেন কেন্দ্রীয় অর্থ এবং ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন। তারপর তিনি নামসাইয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)-র আঞ্চলিক ব্যবসায়িক কার্যালয়ের উদ্বোধন এবং আরও আউটরিচ উদ্যোগ পরিদর্শন করবেন।