Country

11 months ago

World govt conclave 2024: ১২ ফেব্রুয়ারি দুবাইয়ে শুরু হচ্ছে বিশ্ব গভর্মেন্ট সম্মেলন, ১৪ তারিখ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

World govt conclave 2024 (File Picture)
World govt conclave 2024 (File Picture)

 

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি: আগামী ১২ ফেব্রুয়ারি দুবাইয়ে শুরু হচ্ছে বিশ্ব গভর্মেন্ট সম্মেলন। সুশাসনের ভবিষ্যত গঠনের প্রয়াসে, ৮৫টিরও বেশি আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থা বিশ্ব গভর্মেন্ট শিখর সম্মেলনের ১১-তম সংস্করণের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ দুবাইয়ে ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই সম্মেলন, এই শীর্ষ সম্মেলনের থিম রয়েছে "ভবিষ্যত সরকার গঠন করা।"

ভারত, তুরস্ক এবং কাতারকে ২০২৪ সালের বিশ্ব গভর্মেন্ট সম্মেলনে সম্মানিত অতিথি হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪ ফেব্রুয়ারি এই শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন, বিশ্বব্যাপী এই অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরবেন তিনি, এমনটাই আশা করা হচ্ছে।

You might also like!