দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিজেপির ‘অব কি বার চারশো পার’ স্লোগানের ভিত্তিটা কী? দেশে লোকসভা ভোটের তৃতীয় দফা মিটে যাওয়ার পরে ‘দ্য ইকোনমিক টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে সেটাই কার্যত খোলসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, দেশের চারটি রাজ্যে গেরুয়া ঝড় আসতে চলেছে। শাহের কথায়, ‘পশ্চিমবঙ্গ, ওডিশা, তেলঙ্গানা এবং অন্ধপ্রদেশে বিজেপি এ বার উল্লেখযোগ্যভাবে ভালো ফল করবে।’ প্রথম তিন দফার ভোট শেষে এনডিএ জোট দু’শোর কাছাকাছি আসন পেয়ে গিয়েছে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এ বারের লোকসভা ভোটে কোন দল কতগুলি আসন পেল, কারা দিল্লির মসনদ দখল করল, এ সব প্রশ্নের উত্তর মিলবে ৪ জুন। তার আগে শাসক-বিরোধী সবাই নিজেদের আত্মবিশ্বাসী মুখ প্রজেক্ট করতে চাইছে। কংগ্রেস যেমন জোর গলায় প্রচার করছে, গদি ওল্টাচ্ছেই। এবং ‘ইন্ডিয়া’ জোট সরকার তৈরি করছে। তেমনই বিজেপির স্লোগান, ‘অব কি পার চারশো পার’। রাজনৈতিক নেতা-নেত্রীরা আপাতত ব্যস্ত নিজেদের ভবিষ্যদ্বাণীকে ভোটারদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে। সম্ভবত সেই লক্ষ্যেই ‘দ্য ইকোনমিক টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে শাহ বলেছেন, ‘পাঞ্জাব থেকেও আমরা গতবারের থেকে কিছু বেশি আসন পাব। হতে পারে সেটা প্রতীকী। কিন্তু ওই রাজ্যে আমাদের শুরুটা ভালো হতে চলেছে।’