Country

2 weeks ago

New Union Cabinet: নয়া কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছড়াছড়ি কোটিপতিদের

The new Union Cabinet is full of millionaires
The new Union Cabinet is full of millionaires

 

কলকাতা, ১০ জুন: ২০১৯-এ ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫৭ জন। এর মধ্যে বিজেপি-র মুখ ছিল ৫৩টি, শরিক দলের ৪টি। ’২৪-এ তিনটি সংখ্যাই বেড়ে হয়েছে যথাক্রমে ৭২, ৬১ ও ১১। গতবারের মত এবারেও নজর কেড়েছে কোটিপতি মন্ত্রীর সংখ্যা। ২০১৯-এ ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার ৫৭ জন সদস্য ছিলেন কোটিপতি। এর মধ্যে ১ কোটি ছুঁয়েছিলেন ৫ জন, এর ওপর ৫ কোটির মালিক ছিলেন ২১জন, ৫-১০ কোটিপতি ১৪ জন, ১০-২০ কোটিপতি ৭ জন, ২০ কোটির ওপর ছিলেন ১০ জন। নয়া মন্ত্রিসভার কোটিপতি সদস্যর সংখ্যা বেড়ে হয়েছে ৭১। এর মধ্যে ১ কোটি ছুঁয়েছেন ১জন, এর ওপর ৫ কোটি পর্যন্ত ২৪ জন, ৫-১০ কোটিপতি ১১ জন, ১০-২০ কোটিপতি ১৩ জন, ২০ কোটির ওপর ২২ জন। মন্ত্রীদের মধ্যে সবচেয়ে ধনী চন্দ্রশেখর পেম্মাসানি— ৫,৭০৫ কোটি ৫০ লক্ষ টাকার মালিক। এবারের মন্ত্রিসভায় সবচেয়ে বয়স্ক সদস্য জিতন রাম মাঞ্ঝি— ৭৮ বছর। আর সবচেয়ে অভিজ্ঞ বীরেন্দ্র কুমার। এই নিয়ে অষ্টম বার মন্ত্রী হলেন তিনি।

You might also like!