নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি বলেছেন, আরএসএস সম্পর্কে জানতে হলে রাহুল গান্ধীকে অনেকবার জন্ম নিতে হবে। উল্লেখ্য, আমেরিকার টেক্সাসে একটি আলোচনা চক্রে রাহুল গান্ধী আরএসএস সম্পর্কে বলেন, "আরএসএস বিশ্বাস করে ভারত একটি ধারণা এবং আমরা বিশ্বাস করি ভারত একটি বহুবিধ ধারণা। আমরা বিশ্বাস করি, জাতি, ভাষা, ধর্ম, ঐতিহ্য অথবা ইতিহাস নির্বিশেষে প্রত্যেককে অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত, স্বপ্ন দেখার অনুমতি দেওয়া উচিত এবং স্থান দেওয়া উচিত।"
রাহুলের এই মন্তব্যের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সোমবার বলেছেন,"তাঁর ঠাকুমার কাছে গিয়ে আরএসএস-এর ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করার কোনও প্রযুক্তি থাকলে, গিয়ে জিজ্ঞাসা করুন অথবা ইতিহাসের পাতায় দেখুন। আরএসএস সম্পর্কে জানতে হল রাহুল গান্ধীকে অনেক জন্ম নিতে হবে। দেশদ্রোহীরা আরএসএস-কে চিনতে পারে না, যারা বিদেশে গিয়ে দেশকে বদনাম করে তাঁরা আরএসএস-কে চিনতে পারবে না। মনে হচ্ছে, রাহুল গান্ধী শুধুমাত্র দেশকে অপমান করতেই বিদেশে যান। এই জন্মে আরএসএস-কে বুঝতে পারবেন না রাহুল গান্ধী। ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধ থেকে জন্ম আরএসএস-এর।"