Country

1 year ago

Rahul Gandhi : বিজেপি আগে ভয় ছড়ায় তারপর হিংসা, কিন্তু কাউকে ভয় পাওয়ার দরকার নেই: রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

ভোপাল, ২৩ নভেম্বর : ভারত জোড়ো যাত্রা মধ্যপ্রদেশে প্রবেশের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার বক্তৃতায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি প্রথমে ভয়, তারপর হিংসা ছড়ায়, কিন্তু ভারতে কাউকে ভয় পাওয়ার দরকার নেই। এই ভয় দূর করাই এই যাত্রার উদ্দেশ্য।

আসলে রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রা বুধবার সকাল ৬ টায় মহারাষ্ট্রের জলগাঁও জামোদ ত্যাগ করে এবং বুরহানপুর জেলা থেকে সকাল ৭ টায় মধ্যপ্রদেশে প্রবেশ করে। যাত্রার প্রথম স্টপ ছিল বোদারলি গ্রাম, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য কংগ্রেস সভাপতি কমল নাথ তাঁকে স্বাগত জানিয়েছিলেন। রাহুল গান্ধীর আরতি করা হয়। বানজারা লোকনৃত্য শিল্পী রীনা নরেন্দ্র পাওয়ার তাঁকে স্বাগত জানাতে একটি লোকনৃত্য পরিবেশন করেন।

এখান থেকে যাত্রা শুরু করার আগে রাহুল গান্ধী মঞ্চ থেকে লোকদের উদ্দেশে বলেন, এই ভালবাসা এবং স্নেহের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই যাত্রা শুরু করলাম কন্যাকুমারীতে। যাত্রা শুরু হলে বিরোধী দলের লোকেরা বলেছিল, ভারত ৩৬০০ কিলোমিটার দীর্ঘ। এটা পায়ে হেঁটে করা যাবে না। আমরা মধ্যপ্রদেশে এসেছি। এখানে ৩৭০ কিলোমিটার চলবে। আমরা শ্রীনগরে এই তেরঙ্গা উত্তোলন করব। কেউ আটকাতে পারবে না। এই তেরঙ্গা যাবে শ্রীনগরে।


You might also like!