Country

4 months ago

Raghav Chadha :হরিয়ানায় এএপি-কংগ্রেস জোট নিয়ে আশাবাদী রাঘব চাড্ডা

Raghav Chadha
Raghav Chadha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভোটের আর মাসখানেক বাকি। তার আগে হরিয়ানা নির্বাচনের জন্য কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য জোট সম্পর্কে, আম আদমি পার্টি (এএপি)–র নেতা রাঘব চাড্ডা বলেছেন, আলোচনা চলছে। আমরা আশাবাদী যে এই জোট হরিয়ানা এবং দেশের কথা মাথায় রেখেই তৈরি হবে।

প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন রয়েছে। এএপি ও কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়ার ভাবনাচিন্তা করছে। শোনা যাচ্ছে ৯০টি আসনে ভাগাভাগি করে লড়বে এই দুই দল।

You might also like!