দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দেশের কৃষকদের স্বার্থে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভোজ্য তেলের আমদানি শুল্ক ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
শিবরাজ সিং চৌহান বলেছেন, "কৃষকদের পক্ষ থেকে, আমি প্রধানমন্ত্রী মোদীকে তাঁর কৃষক-বান্ধব সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। সয়াবিন এবং তৈলবীজের দাম কমছিল এবং কৃষকরা তা নিয়ে চিন্তিত ছিল... প্রধানমন্ত্রী মোদী ভোজ্য তেলের আমদানি শুল্ক বাড়িয়ে ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন... এটি সয়াবিন এবং অন্যান্য তেল বীজ উৎপাদনকারী কৃষকদের সাহায্য করবে। .. স্থানীয় বাজারে সয়াবিনের চাহিদা বাড়বে।"