Country

4 months ago

Power sub station inauguration : ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মঙ্গলবার কবিরধামে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করবেন

Vijay Sharma (symbolic picture)
Vijay Sharma (symbolic picture)

 

রায়পুর, ৩ সেপ্টেম্বর : ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মঙ্গলবার ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কবিরধাম জেলার বোদলা উন্নয়ন ব্লকের বৈজলপুরে বিদ্যুতের উপকেন্দ্র উদ্বোধন করবেন। উল্লেখ্য, বৈজলপুরে ১৩২ কেভিএ বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের পাশাপাশি ১৩২ কেভি লাইন সম্প্রসারণের কাজও করা হয়েছে। এর ফলে এই এলাকার কৃষক-সহ গ্রামবাসীরাও উপকৃত হবে।

You might also like!