নয়াদিল্লি, ২০ জানুয়ারি : আম আদমি পার্টির তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। তাঁর কথায়, আগামী ৫ ফেব্রুয়ারি হতে চলেছে দিল্লির স্বাধীনতা দিবস। তিনি আরও বলেছেন, "আমরা দিল্লিতে বিজেপি সরকার চাই, আমি জানি আসন্ন বিধানসভা নির্বাচনে, ৫ ফেব্রুয়ারি দিল্লির স্বাধীনতার দিন হবে এবং বিজেপির ডাবল ইঞ্জিন সরকার দিল্লিতে আসবে। দিল্লিও হবে একটি বিকশিত দেশের বিকশিত রাজধানী।"
বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ এবং গ্রেটার কৈলাস আসনের বিজেপি প্রার্থী শিখা রাই সোমবার নির্বাচনী অফিসের উদ্বোধন করেছেন। এরপরই বাঁশুরি স্বরাজ বলেছেন, "আজ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে, আপনারা জনসমর্থন দেখতে পাচ্ছেন। আম আদমি পার্টি এখানে এক দশক ধরে ক্ষমতায় রয়েছে, কিন্তু তাঁদের কোনও দায়িত্ব নেই এবং এখন দিল্লির মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা পরিবর্তন চাই, আম আদমি পার্টির নামে নয়। দিল্লিতে বিজেপি সরকার চাই।"