Country

4 hours ago

Nripendra Mishra: খুব শীঘ্রই রাম দরবারের মূর্তির কাজ সম্পন্ন হবে, জানালেন নৃপেন্দ্র মিশ্র

Nripendra Mishra
Nripendra Mishra

 

অযোধ্যা, ২০ জানুয়ারি : খুব শীঘ্রই রাম দরবারের মূর্তির কাজ সম্পন্ন হবে, সোমবার এমনটাই জানালেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি বলেছেন, "শুধুমাত্র 'রাম দরবার' মূর্তি নয়, অন্য ৭টি মন্দিরের মূর্তি, 'পরকোটা'র ৬টি মন্দিরের মূর্তি, পিএফসি-তে তুলসী দাস জির মূর্তি, এই সমস্ত মূর্তি জয়পুরে তৈরি হচ্ছে। 'রাম দরবারের মূর্তির কাজ ৩১ জানুয়ারি অথবা ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ হতে পারে।"

সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নৃপেন্দ্র মিশ্র আরও বলেছেন, 'রবিবার পাথর ও ব্রোঞ্জের ম্যুরাল নিয়ে আলোচনা হয়েছে। কারিগররাও এসেছেন, আমরা মন্দির নির্মাণ ও অগ্রগতি নিয়ে আলোচনা করব। মহাকুম্ভের জন্য অযোধ্যায় প্রতিদিন গড়ে ২ লক্ষ ভক্তের সমাগম বেড়েছে। এতে ভক্তদের নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু জায়গায় নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্মাণ স্থগিত থাকতে পারে।"

You might also like!