Country

17 hours ago

Pm modi not going to pune : প্রধানমন্ত্রীর পুণে সফর বাতিল, বৃষ্টিজনিত কারণে না যাওয়ার সিদ্ধান্ত

Pm modi (symbolic picture)
Pm modi (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : একগুচ্ছ কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুণে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু, পুণে-তে বৃষ্টিজনিত কারণে প্রধানমন্ত্রী মোদী এদিন যাচ্ছেন না। সরকারি সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, পুণে ও মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টি হয়েছে, জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিন মহারাষ্ট্রের পুণেতে ২২,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা ছিল। পুণের ডিসট্রিক্ট কোর্ট থেকে সোয়ারগেট পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করতেন তিনি। সুপার কম্পিউটিং প্রযুক্তিতে দেশকে আত্মনির্ভর করে তুলতে প্রধানমন্ত্রী মোদী, ১৩০ কোটি টাকার তিনটি পরম রুদ্র সুপার কম্পিউটার, জাতির উদ্দেশে উৎসর্গ করতেন। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী আবহাওয়া ও জলবায়ু গবেষণার জন্য হাই পারফর্মেন্স কম্পিউটিং সিস্টেমের সূচনা করতেন।

You might also like!