Country

8 months ago

Brajesh Pathak:বিরোধীরা লাইনচ্যুত হয়েছে: ব্রজেশ পাঠক

Brajesh Pathak
Brajesh Pathak

 

লখনউ, ৪ জুন : মঙ্গলবার সকাল থেকে গোটা দেশের অন্যান্য আসনের সঙ্গেই উত্তর প্রদেশের ৮০টি আসনে ভোটগণনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, গোটা দেশে এনডিএ এগিয়ে রয়েছে বিরোধীদের থেকে। এই প্রবণতার মধ্যেই বিরোধীদের তীব্র নিশানা করলেন উত্তর প্রদেশের উপ–মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেন, বিরোধীরা লাইনচ্যুত হয়েছে। বিরোধীরা ভিত্তিহীন, তাদের কোনো নীতি নেই। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, প্রাথমিক প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে ২৩৭টি আসনে, কংগ্রেস ৯৭টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়াও সমাজবাদী পার্টি ৩৪টি আসনে এগিয়ে রয়েছে।


You might also like!