কলকাতা, ২ ডিসেম্বর : ফের বাংলাদেশের শাসকদের একহাত নিলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
সোমবার তিনি ঘটনার ছবি-সহ এক্স হ্যান্ডলে লিখেছেন, “বাংলাদেশের পতাকার উপরে জাফরান পতাকা রাখলে তা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য হবে। কিন্তু হিযবুত তাহরীর জঙ্গিদের পতাকা বাংলাদেশের পতাকার উপরে রাখলে তা দেশপ্রেম বলে গণ্য হয়।”