লখনউ, ২ ডিসেম্বর : যোগী আদিত্যনাথ সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী আরাধনা মিশ্র। হিংসা বিধ্বস্ত সম্ভলে যেতে বাধা দেওয়ায় পুলিশ ও প্রশাসনের ভূমিকার নিন্দা করলেন তিনি। সোমবারই সম্ভলে যাওয়ার কথা ছিল কংগ্রেসের প্রতিনিধি দলের। কিন্তু, পুলিশ তাঁদের যেতে বারণ করেছে।
আবার লখনউতে কংগ্রেস নেত্রী আরাধনা মিশ্রর বাড়ির বাইরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, "এটা নৈরাজ্য। এটা দুর্ভাগ্যজনক যে, একটি প্রতিনিধি দল যা সত্য অনুসন্ধানের জন্য যাচ্ছিল, তাঁদের যেতে বাধা দেওয়া হচ্ছে। আমার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এটা সম্পূর্ণ নৈরাজ্য। রাজ্যের মানুষ এই বিষয়ে জানতে চায়। যখন একজনকে তাঁর বাসভবনের বাইরে যেতে দেওয়া হয় না, তখন এটি কি আইন-শৃঙ্খলা?"