রায়পুর, ২ ডিসেম্বর : সোমবার ছত্তিশগড় মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। জানা গেছে, মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের সভাপতিত্বে হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক।
এদিন বিকাল ৩টা থেকে নব রায়পুরে এই বৈঠক হবে। জানা যাচ্ছে, এই বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এছাড়াও ধান ক্রয়, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা।