Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

West Bengal

10 months ago

Train disruption: ভ্যানের ধাক্কায় ভাঙল লেভেল ক্রসিং গেট, সিউড়ি রোড অবরুদ্ধ, ট্রেন চলাচলে বিঘ্ন

Barddhaman junction
Barddhaman junction

 

পূর্ব বর্ধমান, ২ ডিসেম্বর : ভ্যানের ধাক্কায় লেভেল ক্রসিং গেট ভেঙে যাওয়ায় সোমবার সকালে বিশৃঙ্খলার সৃষ্টি হয় পূর্ব বর্ধমানের তালিতে। ব্যাহত হয় বর্ধমান-আসানসোলের মধ্যে ট্রেন পরিষেবা। দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সিউড়ি রোড। ফলে সপ্তাহের প্রথম দিন নাকাল হন যাত্রীরা।

ঘটনাটি ঘটে, বর্ধমান-আসানসোল রেলপথের তালিতে। রেলপথে বর্ধমানের পরের স্টেশনই তালিত। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান গুসকরা থেকে সিউড়ি রোড হয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। তালিতে রেলের লেভেল ক্রসিংয়ে বিপত্তি ঘটে। লেভেল ক্রসিং বন্ধ হওয়ার মুখে ভ্যানটি তাড়াতাড়ি পার হতে যায়। কিন্তু তা সম্ভব হয়নি। ধাক্কা মারে সোজা গেটে।

এর ফলে গেটের একটি অংশ ভেঙে যায়। উল্টে পড়ে ভ্যানটিও। দুর্ঘটনার জেরে দু’পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সিউড়ি রোডে আটকে পড়ে যাত্রীবোঝাই বাসগুলি। ফলে দুর্ভোগ বাড়ে যাত্রীদের।

পাশাপাশি, এর ফলে বর্ধমান জংশন স্টেশনে বন্দে ভারত-সহ বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে পড়ে। হাওড়া ও শিয়ালদহগামী রাজধানী এক্সপ্রেসও দাঁড়িয়ে পড়ে। নির্দিষ্ট সময়ের পরে ছাড়ে আসানসোল ও রামপুরহাটগামী ট্রেনও। স্বাভাবিকভাবেই তুমুল ভোগান্তি হয় ট্রেন যাত্রীদের। নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীরাও দুর্ভোগের শিকার হন। তড়িঘড়ি ওই গাড়িটিকে সরানোর ব্যবস্থা করেন রেলকর্মীরা।

হাওড়া-আসানসোল এবং সাহেবগঞ্জ লুপ লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায়। সব মিলিয়ে বেশকিছুক্ষণ জনজীবন বিপর্যস্ত হয়।

You might also like!