Country

10 hours ago

Himachal Pradesh: বিরাট স্বস্তি, হিমাচলে রোপওয়ে প্রকল্পের জন্য বন ছাড়পত্রের প্রয়োজন নেই

Shimla
Shimla

 

শিমলা, ২ ডিসেম্বর : হিমাচল প্রদেশের মতো সমস্ত পার্বত্য রাজ্যের জন্য বিরাট স্বস্তি! কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, হিমাচল প্রদেশ-সহ পাহাড়ি রাজ্যগুলিকে রোপওয়ে প্রকল্পের জন্য আর বন ছাড়পত্রের দরকার পড়বে না। এই ছাড় প্রত্যাহারের ফলে রোপওয়ে প্রকল্প বাস্তবায়নে যেমন আর বিলম্ব হবে না, তেমনই খরচও কমবে বলে আশা করা হচ্ছে।

হিমাচল সরকার এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক উভয়ই কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রককে ২০১৯ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে গত বছর পর্যন্ত অনুসরণ করা আগের ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। গত বছর কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ২০১৯ সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয়, যা রোপওয়ে প্রকল্পগুলিকে বন ছাড়পত্র চাওয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে।

You might also like!