Country

4 months ago

Haryana Assembly elections : হরিয়ানায় ভোট প্রচার তুঙ্গে, বিজ্ঞপ্তি জারি করলো নির্বাচন কমিশন

Haryana Assembly elections (symbolic picture)
Haryana Assembly elections (symbolic picture)

 

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর : হরিয়ানায় বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে। এমতাবস্থায় বৃহস্পতিবার হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করলো নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন দাখিলের প্রক্রিয়াও। মনোনয়ন দাখিলের শেষ দিন চলতি মাসের ১২ তারিখ এবং পরের দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। ৯০-সদস্যের হরিয়ানা বিধানসভার জন্য ভোট গ্রহণ হবে আগামী ৫ অক্টোবর। ভোট গণনা ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন আগে ঘোষিত হয়েছিল ১ অক্টোবর, পর তা পরিবর্তন করে ৫ অক্টোবর করা হয়েছে।


You might also like!