Country

2 weeks ago

NDA leaders propose Modis name:শরিকি সমর্থন পেয়ে গেলেন নরেন্দ্র মোদী, সংসদীয় নেতা বেছে নিল এনডিএ

NDA leaders propose Modis name
NDA leaders propose Modis name

 

নয়াদিল্লি, ৭ জুন : তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। শরিকি সমর্থন পেয়ে গেলেন তিনি, মোদীকেই সংসদীয় নেতা হিসেবে বেছে নিল এনডিএ। বিজেপি সংসদীয় দলের নেতা, এনডিএ সংসদীয় দলের নেতা এবং লোকসভার নেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এরপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলেন, "আমি আবারও লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য সবাইকে অভিনন্দন জানাই। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লোকসভার নেতা, বিজেপি ও এনডিএ সংসদীয় দলের নেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেছেন। আমি তা সর্বান্তকরণে সমর্থন করি।" এই প্রস্তাব সমর্থন করেন নীতিন গড়করিও।

এরপর টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেছেন। এনডিএ সংসদীয় দলের বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি(ইউ) প্রধান নীতিশ কুমারও লোকসভার নেতা, বিজেপি এবং এনডিএ সংসদীয় দলের নেতা হিসেবে মোদীর নামকরণের প্রস্তাবকে সমর্থন করেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিবসেনা প্রধান একনাথ শিন্ডেও এনডিএ সংসদীয় দলের নেতা হিসাবে নরেন্দ্র মোদীর নামকরণের প্রস্তাবকে সমর্থন করেছেন।

You might also like!