Country

4 months ago

Vishnu Deo Sai:নকশালবাদ সঙ্কুচিত হচ্ছে, শীঘ্রই নিশ্চিহ্নও হয়ে যাবে : বিষ্ণুদেও সাই

Vishnu Deo Sai
Vishnu Deo Sai

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৯ মাওবাদী। জঙ্গলে আত্মগোপন করেছিল তাঁরা। এই সাফল্যের নিরাপত্তা বাহিনীকে কুর্নিশ জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। তিনি বলেছেন, ছত্তিশগড়ে নকশালবাদ সঙ্কুচিত হচ্ছে, শীঘ্রই নিশ্চিহ্নও হয়ে যাবে।

মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেছেন, "বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই নকশালবাদের বিরুদ্ধে লড়াই করছে। আমাদের জওয়ানরা লড়াই করছেন এবং আমরা তাঁদের সাহসিকতাকে স্যালুট জানাই। ৯ নকশাল নিহত হয়েছে এবং আমরা আমাদের বাহিনীকে স্যালুট জানাই। নকশালবাদ সঙ্কুচিত হচ্ছে এবং শীঘ্রই তা নিশ্চিহ্ন হয়ে যাবে।"

You might also like!