নয়াদিল্লি, ৯ এপ্রিল: অসমের তেজপুর এয়ার ফোর্স স্টেশন থেকে একটি সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঐতিহাসিক ফ্লাইটকে অনুপ্রেরণামূলক বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী টুইট করেছেন যে, তাঁর ফ্লাইট প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করেছে। রাষ্ট্রপতিজি বারবার ব্যতিক্রমী নেতৃত্ব দেখিয়েছেন।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি মুর্মু তেজপুর এয়ার ফোর্স স্টেশন থেকে সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানে একটি ঐতিহাসিক যাত্রা করেছিলেন। রাষ্ট্রপতি মুর্মু তৃতীয় রাষ্ট্রপতি তথা দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি যিনি এমন বিমান চালালেন।