দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- শারদীয়া নবরাত্রির সূচনা হয়েছে বৃহস্পতিবার। সেই উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর শুক্রবার নবরাত্রির দ্বিতীয় দিনে দেবীর কাছে শক্তি প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, নবরাত্রির দ্বিতীয় দিনে সকল দেশবাসীর পক্ষ থেকে মা ব্রহ্মচারিণীর প্রতি আমার বিশেষ প্রণাম। মাকে জানাই, মা যেন তাঁর ভক্তদের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেন।
উল্লেখ্য, শারদীয়া নবরাত্রি উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন মন্দিরে পূজার্চনা করছেন ভক্তরা। অমৃতসর থেকে দিল্লি, কলকাতা থেকে জম্মু, দেশের সর্বত্রই শারদীয়া নবরাত্রির প্রথম দিনে মন্দিরে মন্দিরে চলে পূজার্চনা।