পূর্ব গোদাবরী, ১১ সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল একটি লরি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। ডিসিপি কুমার বলেছেন, দেবরাপল্লী গ্রামের কাছে একটি সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে, জাঙ্গারেডিগুডেম থেকে আটজনকে বহনকারী একটি লরি গর্ত এড়াতে গিয়ে খালে পড়ে যায়। লরির উপরে বসা সাতজন ঘটনাস্থলেই মারা যান, একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের মৃতদেহ কভভুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। হতাহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী নাইডু।