দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রজাতন্ত্র দিবস সামনেই। আর এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নানান জনপ্রিয় ই- কমার্স প্ল্যাটফর্ম গুলি অফার সম্পর্কিত তালিকা প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবেই খুশি গ্ৰাহকেরা। ইতিমধ্যেই আসন্ন সেল সম্পর্কে দিনক্ষণ প্রকাশ্যে আনল ভারতের সবথেকে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং ফ্লিপকার্ট। জানা গিয়েছে যে, নন-প্রাইম মেম্বারদের জন্য অ্যামাজন-এর Great Republic Day সেল ২০২৫ শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি দুপুর থেকে। চলবে ধামাকাদার অফার, কেনাকাটা করুন মনের আনন্দে।
তবে এর ১২ ঘণ্টা আগে থেকে অবশ্য দুর্দান্ত ডিল পাবেন প্রাইম ব্যবহারকারীরা। আর ফ্লিপকার্ট-এর জন্য Monumental Sale শুরু হচ্ছে আগামী ১৪ জানুয়ারি থেকে। আর প্লাস মেম্বাররা এক দিন আগে অর্থাৎ ১৩ জানুয়ারি থেকে এই ডিল পেতে শুরু করবেন। তাহলে আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, অ্যামাজন এবং ফ্লিপকার্ট-এর আসন্ন রিপাবলিক ডে সেল-এর বিষয়ে।
Amazon Great Republic Day Sale: অ্যামাজন-এর Great Republic Day সেলে মোবাইল ফোন এবং সেই সম্পর্কিত অ্যাকসেসরির উপর ৪০ শতাংশ পর্যন্ত ছাড় বা ডিসকাউন্ট পেয়ে যাবেন গ্রাহকরা। এই সেলের তালিকায় থাকবে Apple, iQOO, OnePlus, Samsung এবং Xiaomi-র মতো নামীদামি ব্র্যান্ডও। নিজেদের মাইক্রোসাইটে ইতিমধ্যেই কিছু ডিলের টিজার এসেছে।সংশ্লিষ্ট ই-কমার্স জায়ান্ট নিশ্চিত করে আরও জানিয়েছে যে, নতুন লঞ্চ হওয়া OnePlus 13, OnePlus 13R, iQOO 13, iPhone 15 এবং Galaxy M35-এর মতো স্মার্টফোনের দাম অনেকটাই কমে যাবে এই সেলে। এর পাশাপাশি সেলে Galaxy S23 Ultra, Honor 200 এবং Realme Narzo N61-র মতো স্মার্টফোনও কম দামে পাওয়া যাবে।
সর্বোপরি স্মার্ট টিভি, হোম অ্যাপ্লায়েন্সেস এবং প্রোজেক্টরের উপর ৬৫ শতাংশের উপর ছাড় দিচ্ছে Amazon। আবার ইয়ারফোন, স্মার্টওয়াচ এবং মাইসের দাম শুরু হচ্ছে ১৯৯ টাকা থেকে। সিলেক্ট Alexa এবং Fire TV প্রোডাক্ট পাওয়া যাবে ২৫৯৯ টাকায়।