নয়াদিল্লি, ৮ জুলাই : জামিনের আবেদন জানিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেত্রী কে কবিতা। দিল্লি আবগারি মামলায় সিবিআই-এর মামলায় জামিনের আবেদন জানিয়েছেন কে কবিতা। বিআরএস নেত্রীর এই আবেদনের প্রেক্ষিতে সিবিআই-কে নোটিশ পাঠিয়েছে আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ১২ জুলাই।
এই মুহূর্তে হাজতেই রয়েছেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেত্রী কে কবিতা। গত শুক্রবারই কে কবিতাকে আগামী ১৮ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এরইমধ্যে সোমবার জামিনের আবেদন জানিয়ে রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছেন কে কবিতা। আগামী ১২ জুলাই হবে পরবর্তী শুনানি।