Country

1 month ago

Narendra Modi :জম্মু ও কাশ্মীর এখন নতুন ভবিষ্যত এবং বড় স্বপ্নের কথা বলছে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

লাদাখ, ২৬ জুলাই:  জম্মু ও কাশ্মীর এখন নতুন ভবিষ্যত এবং বড় স্বপ্নের কথা বলছে। শুক্রবার লাদাখের দ্রাসে কার্গিল বিজয় দিবস শ্রদ্ধাঞ্জলি সমারোহ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আর কিছুদিনের মধ্যেই ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের পাঁচ বছর পূর্ণ হবে। এখন জম্মু ও কাশ্মীর একটি নতুন ভবিষ্যতের কথা বলছে, বড় স্বপ্নের কথা বলছে। জি-২০-র মতো বিশ্ব সম্মেলনের গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের জন্য পরিচিতি পাচ্ছে জম্মু ও কাশ্মীর। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি জম্মু ও কাশ্মীরে পর্যটন সেক্টরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।"

কার্গিল বিজয় দিবস শ্রদ্ধাঞ্জলি সমারোহ অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রী বলেছেন, "এখন লাদাখেও উন্নয়নের নতুন ধারা তৈরি হয়েছে। শিনখুন লা টানেলের নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে, লাদাখ সারা বছর এবং প্রতিটি মরশুমে দেশের সঙ্গে সংযুক্ত থাকবে। এই টানেল লাদাখের উন্নয়ন এবং উন্নত ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার নতুন পথ খুলে দেবে।" প্রধানমন্ত্রীর কথায়, "বিগত ৫ বছরে আমরা লাদাখের বাজেট ১,১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬,০০০ কোটি টাকা করেছি। এখন এই অর্থ লাদাখের মানুষের উন্নয়নে এবং এখানকার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে ব্যবহার করা হচ্ছে।"

প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, "গত ১০ বছরে, আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম অগ্রাধিকারে প্রতিরক্ষা সংস্কার করেছি। এসব সংস্কারের ফলেই এখন আমাদের বাহিনী আরও সক্ষম হয়েছে এবং স্বাবলম্বী হচ্ছে। ভারতকে একসময় অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে গণ্য করা হতো।এখন রফতানিকারক হিসেবে ভারত নিজস্ব ছাপ রেখেছে।"

You might also like!