দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-কর্তব্যরত অবস্থায় রাজ্যের সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় কেঁপে গিয়েছে গোটা দেশ। নারী নিরাপত্তার বেহাল দশা ফের প্রকাশ্যে আসার গর্জে উঠেছেন সকলে। আর জি কর হাসপাতালের নৃশংস ঘটনায় বিচলিত সমাজের সর্বস্তরের মানুষজন। তথাকথিত সেলিব্রিটিরাও উদ্বেগ প্রকাশ করেছেন নারীদের সুরক্ষা নিয়ে। টলিউডের পাশাপাশি সরব বলিউডও। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় নিজেদের মতামত জানিয়েছেন আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানারা। এবার এই ঘটনার বিচার প্রক্রিয়া বিলম্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট শেয়ার করলেন বলি অভিনেত্রী মালাইকা অরোরা। তাঁর ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে দেখা গেল অভিষেকের বার্তা – ‘জাগো ভারত’।
হাসপাতালের মধ্যে ঘটে যাওয়া এই বীভৎস ঘটনার মামলায় কেন কোনও অগ্রগতি দেখাতে পারছে না সিবিআই? এই প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ৫০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীকে কঠোরতম শাস্তি দিতে হবে। সঙ্গে দেশজুড়ে নারী নির্যাতনের পরিসংখ্যানও তুলে ধরেছিলেন তিনি। এবার সেই পোস্টই শেয়ার করলেন মালাইকা। জানালেন এই ঘটনার বীভৎসতা তাঁকেও স্পর্শ করেছে।
প্রসঙ্গত, অভিষেক যে দাবি জানিয়েছিলেন, সেই একই দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুধু মমতার দাবি ছিল ৫০ নয় ১৫ দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক আদালতে শুনানি ও সাজা ঘোষণা করতে হবে।