নয়াদিল্লি, ৭ আগস্ট : সংসদে শান্তি ফেরার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এসআইআর-সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের কারণে বৃহস্পতিবারও মুলতুবি হল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। লোকসভার অধিবেশন দুপুর বারোটা এবং রাজ্যসভার অধিবেশন দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবারও সংসদের অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এসআইআর-সহ বিভিন্ন ইস্যুতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধীরা। এই ইস্যুতে আলোচনার দাবি জানান তাঁরা। এদিন লোকসভার অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তুমুল হট্টগোলের কারণে দুপুর বারোটা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। আর রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে দুপুর দুটো পর্যন্ত।