West Bengal

2 weeks ago

Government Rules: কালোবাজারি রুখতে অ্যাম্বুল্যান্সের ভাড়া বেঁধে দিল সরকার! জানেন কোথায় কত ভাড়া?

Ambulence (Symbolic Picture)
Ambulence (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পরিবার ভরসা করছে অ্যাম্বুল্যান্সের ওপরই। সেই পরিস্থিতিতে বিভিন্ন জায়গার অ্যাম্বুল্যান্সের নানা বিধ দরদাম চলে। অনেক সময় দেখা যায়, নির্ধারিত দামে বেশি দামে চলে ভাড়া। এবার এই কালোবাজারিকেই কড়া হাতে দমন করতে এক নয়া পন্থা অবলম্বন করল সরকার। নবান্ন সূত্রে খবর, এবার সর্বত্র কালোবাজারি রুখতে অ্যাম্বুল্যান্সের ভাড়া বেঁধে দেওয়া হল। 

সাধারণ এসি অ্যাম্বুল্যান্স, যেগুলির বয়স ১ থেকে ৫ বছর সেগুলির জন্য তেল ছাড়া দিন কিছু ভাড়া দিতে হবে ২৫৭৭ টাকা। ঘন্টা পিছু ভাড়া পড়বে ৪৪০ টাকা। কিলোমিটার হিসাবে যদি কেউ ভাড়া নেন তাহলে কিলোমিটার প্রতি খরচ করতে হবে ৪৪ টাকা।৫ থেকে ১০ বছর বয়সি অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে দিন পিছু ভাড়া পড়বে তেল ছাড়া ১৭০৬ টাকা। ঘন্টা পিছু ভাড়া পড়বে ৩৩০ টাকা। কিলোমিটার পিছু ভাড়া দিতে হবে ৩৩ টাকা। ১০ বছরের বেশি পুরাতন অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে দিন পিছু তেল ছাড়া ভাড়া পড়বে ১৬২৭ টাকা। ঘন্টা পিছু ভাড়া পড়বে ৩২০ টাকা। কিলোমিটার কিছু ভাড়া দিতে হবে ৩২ টাকা।লাইফ সাপোর্ট রয়েছে এমন এসি অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের বয়স অনুযায়ী আগের মতই ৩ ধাপে ভাড়া বৃদ্ধি দেওয়া হয়েছে। এক্ষেত্রে অ্যাম্বুলেন্সের বয়স ১ থেকে ৫ বছর হলে তেল ছাড়া দিনপিছু ভাড়া পড়বে ৩২৯১ টাকা। ঘন্টা পিছু ভাড়া পড়বে ৫৩০ টাকা। কিলোমিটার কিছু ভাড়া পড়বে ৫৩ টাকা। ৫ থেকে ১০ বছর বয়সী অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে দিন পিছু তেল ছাড়া ভাড়া পড়বে ২৪২৯ টাকা। ঘন্টা পিছু ভাড়া পড়বে ৪২০ টাকা এবং কিলোমিটার পিছু ভাড়া পড়বে ৪২ টাকা। ১০ বছরের বেশি বয়সি অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে দিন পিছু তেল ছাড়া ভাড়া পড়বে ২২৪৫ টাকা। ঘন্টা পিছু ভাড়া পড়বে ৩৯০ টাকা এবং কিলোমিটার পিছু ভাড়া পড়বে ৩৯ টাকা।

You might also like!