Country

4 months ago

Gujrat: প্রবল বৃষ্টিতে জলমগ্ন ভাদোদরার নানা প্রান্ত, ফুঁসছে বিশ্বামিত্রী নদী

Various parts of Vadodara submerged in heavy rain, Vishwamitri river is gushing
Various parts of Vadodara submerged in heavy rain, Vishwamitri river is gushing

 

ভাদোদরা, ২৭ আগস্ট : গুজরাটে বিগত বেশ কিছু দিন ধরে তুমুল বৃষ্টি হচ্ছে। একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গুজরাটের ভাদোদরার নানা প্রান্ত। জলমগ্ন হয়ে পড়েছে জনবসতিপূর্ণ এলাকা। একেবারে বন্যার মতো পরিস্থিতি। প্রবল বৃষ্টিতে বিশ্বামিত্রী নদী ফুঁসছে, নদীর জল উপচে পড়ায় ভাদোদরার জনবসতিপূর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে আজওয়া জলাধার এবং প্রতাপপুরা জলাধার থেকে জল বিশ্বামিত্রী নদীতে ছেড়ে দেওয়া হয়েছিল, যার ফলে এই ভয়াবহ পরিস্থিতি। গুজরাটের গান্ধীনগরেও প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। তবে, মঙ্গলবার জল ধীরে ধীরে নেমেছে। এই পরিস্থিতিতে গুজরাটে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, গুজরাটেরবিভিন্ন বিভিন্ন জেলায় আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে।

You might also like!