কলকাতা, ২৭ আগস্ট : শহর ও শহরতলিতে বৃষ্টি হয়েই চলেছে। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টিও হয়েছে শহর ও শহরতলিতে। বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই পারদ নিম্নমুখী। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম।
বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গজুড়ে, সেই বৃষ্টি থামেনি মঙ্গলবার সকালেও। ক্যানিং থেকে কাকদ্বীপ, বসিরহাট থেকে বনগাঁ সর্বত্রই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে মহানগরী কলকাতাতেও।