kolkata

18 hours ago

SSC: এসএসসি-তে ভিন রাজ্য থেকেও প্রচুর পরীক্ষার্থী

Job seekers from other states in Bengal to take teacher recruitment exam
Job seekers from other states in Bengal to take teacher recruitment exam

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর: এসএসসি-র প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো রবিবার বেলা ১২টা থেকে এসএসসি নবম-দশমের পরীক্ষা। নিয়ম মেনে পরীক্ষা না দিলে বাতিল হতে পারে উত্তরপত্র। এসএসসি নবম-দশমে ২৩ হাজার ২১২ শূন্যপদ রয়েছে। অন্যদিকে ১৪ সেপ্টেম্বর হবে একাদশ-দ্বাদশের পরীক্ষা। একাদশ-দ্বাদশে রয়েছে ১২ হাজার ৫১৪ শূন্যপদ। চাকরিহারা শিক্ষক, শিক্ষিকাদের সঙ্গে পরীক্ষায় বসেছেন নতুন পরীক্ষার্থীরাও। ভিন রাজ্য থেকেও এবার বহু পরীক্ষার্থী এসেছেন পরীক্ষা দিতে। কলকাতা-সহ একাধিক জেলায় সিট পড়েছে তাঁদের।

You might also like!