দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- নারীদের প্রতি যেকোনও ধরনের অন্যায়–অবিচারকে অসহনীয় ও বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, সংবিধানে নারীদের সমমর্যাদা দেওয়া হয়েছে। নারীদের বিরুদ্ধে অপরাধ একটি গুরুতর বিষয়। এসব অপরাধ বন্ধ করা দেশের কাছে বড় চ্যালেঞ্জ। আমাদের সকলকে একত্রিত হয়ে এর সমাধানের পথ খুঁজতে হবে। এখন এমন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে যাতে নারীদের জন্য ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়।