Country

10 hours ago

Mohan Bhagwat: প্রযুক্তি ও শিক্ষা-সহ সমস্ত ক্ষেত্রেই এগিয়ে চলেছে ভারত : মোহন ভাগবত

Mohan Bhagwat
Mohan Bhagwat

 

নাগপুর, ১২ অক্টোবর : ভারত প্রযুক্তি এবং শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছে। ভারত প্রতিটি ক্ষেত্রেই উন্নতি করছে। জোর দিয়ে বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। শনিবার সকালে মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস-এর সদর দফতরে বিজয়া দশমী উপলক্ষে 'শস্ত্র পূজা' এবং 'পথ সঞ্চালন' অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেছেন, "সমাজের মধ্যে বোঝাপড়াও ধীরে ধীরে বিকশিত হচ্ছে। ফলস্বরূপ, আমরা দেখতে পাচ্ছি যে জম্মু ও কাশ্মীরের নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে। বিশ্বব্যাপী ভারতের মর্যাদা ও সুনাম বৃদ্ধি পেয়েছে।"

বিজয়া দশমী উপলক্ষে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মভূষণ এবং ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণণ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং প্রাক্তন ইসরো প্রধান কে সিভন প্রমুখ। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত এদিন শস্ত্র পুজোও করেন। পরে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেছেন, "পরিস্থিতি কখনও কখনও চ্যালেঞ্জিং এবং কখনও কখনও ভাল। মানুষের জীবন বস্তুগতভাবে আগের চেয়ে সুখী, কিন্তু আমরা দেখতে পাই যে এই সুখী এবং উন্নত মানব সমাজে, অনেক সংগ্রাম চলতেই থাকে। ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে - সবাই চিন্তিত যে এটি কতটা বিস্তৃত হবে এবং এটি অন্যদের উপর কী প্রভাব ফেলবে।"

বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে মোহন ভাগবত বলেছেন, "আমাদের প্রতিবেশী বাংলাদেশে কী ঘটেছে? এর কিছু তাৎক্ষণিক কারণ থাকতে পারে, তবে যারা উদ্বিগ্ন তারা এটি নিয়ে আলোচনা করবেন। কিন্তু, সেই বিশৃঙ্খলার কারণে সেখানে হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতার পুনরাবৃত্তি ঘটেছিল। প্রথমবারের জন্য যখন, হিন্দুরা একজোট হয়ে নিজেদের রক্ষা করার জন্য রাস্তায় নেমে আসেন।" ভাগবত বলেছেন, "দুর্বল হওয়া অপরাধ। আমরা দুর্বল হলে নৃশংসতাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের ঐক্যবদ্ধ এবং ক্ষমতায়িত হতে হবে।"

You might also like!