Country

4 months ago

Amit Shah: ভারত তার সভ্যতাগত স্বাক্ষর চাঁদে খোদাই করেছে, বার্তা অমিত শাহর

Amit Shah
Amit Shah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  জাতীয় মহাকাশ দিবসে এক্স হ্যান্ডলে তাঁর বার্তা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, “জাতীয় মহাকাশ দিবসে আমি সমস্ত নাগরিককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের সফল স্পর্শের মাধ্যমে মহাকাশে ভারতের আধিপত্য প্রমাণ করেছেন, সেই সব উজ্জ্বল মনকে অভিনন্দন জানাই।

ভারত তার সভ্যতাগত স্বাক্ষর, শিব শক্তি, চাঁদের পৃষ্ঠে খোদাই করে অদম্য ইতিহাস রচনা করেছে। এই মহান কৃতিত্ব আমাদের যুবকদের জন্য মহাকাশ ক্ষেত্রে অসীম সুযোগ খোলার মোদীজির দৃষ্টিভঙ্গির প্রমাণ। তারা আপাতদৃষ্টিতে অসম্ভবকে দৈনন্দিন বাস্তবতায় পরিণত করার সাহস দেখিয়েছে।”

প্রসঙ্গত, ২০২৪ সালে ভারত জুড়ে প্রথম জাতীয় মহাকাশ দিবস পালিত হচ্ছে। ভারত সরকার ভারতের মহাকাশ মিশনের অর্জনগুলি দেখাতে এবং যুবকদের অনুপ্রাণিত করতে একটি মাসব্যাপী প্রচার শুরু করেছে। এই বছরের থিম, "চাঁদ স্পর্শ করার সময় জীবন স্পর্শ করা: ভারতের মহাকাশগাথা," সমাজ এবং প্রযুক্তির উপর মহাকাশ অনুসন্ধানের উল্লেখযোগ্য প্রভাব তুলে ধরে।

You might also like!