Country

4 months ago

Rajasthan:রাজস্থানের একাধিক জায়গায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

Heavy rains disrupted life in several places in Rajasthan
Heavy rains disrupted life in several places in Rajasthan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্রবল বৃষ্টি হচ্ছে রাজস্থানের একাধিক জায়গায়। রাজস্থানের রাজসমন্দে একটানা বর্ষণের জেরে বেশ কিছু রাস্তাঘাট কার্যত নদীতে পরিণত হয়েছে। রাস্তার উপর দিয়ে জলের স্রোত বইছে রাজসমন্দে।

 জানা গেছে, রাজস্থানের রাজসমন্দ জেলায় ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বীরমা কা গুড়ার কমলি ঘাটের কাছে একটি প্লাবিত সেতু পার হওয়ার সময় প্রবল জলের স্রোতে ৪ জন যাত্রী সহ একটি গাড়ি ভেসে যায়। স্থানীয় পুলিশ ও গ্রামবাসীদের তৎপরতায় সকল যাত্রীকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।


You might also like!