লখনউ, ১৩ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চল এবং তরাই অঞ্চলে আবহাওয়া দফতর ভারী বৃষ্টির সতর্কর্তা জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণের পূর্বাভাস থাকায় রাজ্যের বিভিন্ন এলাকায় লাল এবং কমলা সতর্কতা জারি হয়েছে।
বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। জানা যাচ্ছে, বুন্দেলখন্ড এলাকায় গত ৪৮ ঘন্টা ধরে প্রবল বর্ষণের জেরে জালায়ুন জেলায় যমুনার শাখা নদীতে হড়পা বান দেখা দেয়। পিলভিট, কানপুর, জালায়ুন, এবং সাম্ভাল জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি এদিন বন্ধ থাকবে বলে জানা গেছে।