Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Country

2 years ago

Jagat Prakash Nadda : কর্মীদের উৎসাহ আগামী সময়ের বার্তা: জেপি নড্ডা

J P Nadda
J P Nadda

 

ভোপাল, ২৬ মার্চ  : এটা আমার সৌভাগ্য যে আজ আমি রাজাভোজের নগরী ভোপালের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আমাকে স্বাগত জানাতে কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা আগামী সময়ের বার্তা দিচ্ছে। আপনার এই উদ্যম আকস্মিক নয়, এটা আপনাদের তপস্যা, পরিশ্রম, মানুষের সেবা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সরকার ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বজায় রাখার ফল।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা রাজ্য সফরে দলীয় কর্মীদের দেওয়া সৌহার্দ্যপূর্ণ অভ্যর্থনা দেখে অভিভূত হয়ে স্বাগত সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন। রবিবার ভোপালে পৌঁছলে হাজার হাজার কর্মী রাজ্য হ্যাঙ্গারে নড্ডাকে স্বাগত জানান। এই সময় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দলের রাজ্য ইনচার্জ মুরলিধর রাও, রাজ্য সভাপতি বিষ্ণুদত্ত শর্মা, রাজ্য সরকারের মন্ত্রীরা, রাজ্য ও জেলা আধিকারিক এবং হাজার হাজার কর্মী উপস্থিত ছিলেন।

নড্ডা বলেন, আজ ভারতীয় জনতা পার্টির নতুন অফিসের ভূমি পুজো এবং কর্মীদের সঙ্গে দেখা করার বিশেষ কর্মসূচি রয়েছে। আজকে আপনারা যেভাবে আমাদের বিপুল উৎসাহে স্বাগত জানিয়েছেন, তা আগামীকালের বার্তা দিয়েছে। এই উদ্যমকে লক্ষ্যে রূপান্তর করে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ২০০ পেরিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

লাডলি বেহেনা যোজনা শুরু করার জন্য মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, এই যোজনা বোনদের আত্মসম্মানের দিকে একটি মাইলফলক হিসাবে প্রমাণিত হবে। প্রথমে লাডলি লক্ষ্মী এবং এখন লাডলি বেহেনা প্রকল্প প্রমাণ করে যে আমরা কীভাবে আমাদের কর্মসূচির লক্ষ্য নারীর ক্ষমতায়ন এবং প্রতিটি সমাজকে শক্তি দিতে চাই।

You might also like!